Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কাঞ্চনপুর শাহ মিরান দরগা শরীফ
Location
১নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম বিঘা গ্রামে অবস্থিত
Transportation
রামগঞ্জ উপজেলা থেকে রিক্সা যোগে ৪০টাকা ভাড়া এবং সি.এনজি যোগে ২০টাকা ভাড়া
Details

বৃহত্তর নোয়াখালীর বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন পশ্চিম বিঘা গ্রামে হযরত আব্দুল কাদের জিলানীর নাতী হযরত শাহমিরারন (রঃ) এর নামে করা ১৯০৫  সনে এখানে এসে মাজার শরীফ প্রতিষ্ঠা করেন এবং ইসলাম প্রচার করেন।তার পূর্ব পুরুষ ছিলেন বাগদাধের অধীবাসী।এই মাজারে প্রতি বছর ১(এক)দিন ব্যাপী উরশ এবং মাহফিল হয়ে থাকে এবং হাজার হাজার লোকের সমাগম হয়।এই মাজার দেখার জন্য অনেক লোক অনেক দূর থেকে আসে। এটি ১নং কাঞ্চনপুর ইউনিয়নের একটি জনপ্রিয় মাজার

শরিফ এই মাজার শরিফটির নামে যে কোন লোক যে কোন নিয়ত করে তা আল্লাহ ফাক মঞ্জুর করেন। তাহার নিয়ত হাছিল করে দেন। এবং এই মাজার শরিফটির নামে বহু গরু মইশ ছাগল ও অনেক কিছু মানুশ নিয়ে আসে।