Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চৌধুরী বাড়ী
Location
এই চৌধুরী বাড়ী মসজিদটি ১নং কাঞ্চনপুর ইউনিনের পশ্চিম বিঘা গ্রামে অস্থিত
Transportation
রামগঞ্জ উপজেলা থেকে রিক্সা ৪০টাকা এবং সিএনজি ২০টাকা
Details

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ১০০গজ পশ্চিম গড়ে উঠে চৌধুরী বাড়ী ঐতিহ্য সেই কালূ চৌধুরী উত্তরাত্তর হিসাবে পরিচিত । এই বাড়ির বংশধরগন নিজেদের ভুলুয়া জমিদার রাজধর্ম প্রসহ্ণ কল্যাণ কালূ চৌধুরীর বংশধর বলে দাবী করে । ভুলুয়া রাজা রুদ্র মানিক্যের স্ত্রী রাণী শশীমুখী নর নারায়ণ নামক জনৈক ব্রাক্ষ্ণণ কর্মচারীর সাহায্যে জমিদারী পরিচালনা করতেন । অল্প সময়ের মধ্যে নর নারায়ণ রাণীর কৃপায় দেওয়ান পদে উন্নীত হন । এ সময় থেকে কর্মচারীরা বাদশার নিকট থেকে জমিদারীর বিভিন্ন অংশ বন্দোবস্ত নিয়ে থাকে । এদের মধ্যে, কবি কীর্তি নারায়ণ চৌধুরী বন্দোবন্ত নেন । অর্থাৎ  চৌধুরী বাড়ীর অধিবাসীরা ভুলুয়া জমিদারের বংশধর নয় বরং রাজকর্মচারী যারা পরে জমিদারী খরিদ করেন।