বৃহত্তর নোয়াখালীর বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন পশ্চিম বিঘা গ্রামে হযরত আব্দুল কাদের জিলানীর নাতী হযরত শাহমিরারন (রঃ) এর নামে করা ১৯০৫ সনে এখানে এসে মাজার শরীফ প্রতিষ্ঠা করেন এবং ইসলাম প্রচার করেন।তার পূর্ব পুরুষ ছিলেন বাগদাধের অধীবাসী।এই মাজারে প্রতি বছর ১(এক)দিন ব্যাপী উরশ এবং মাহফিল হয়ে থাকে এবং হাজার হাজার লোকের সমাগম হয়।এই মাজার দেখার জন্য অনেক লোক অনেক দূর থেকে আসে। এটি ১নং কাঞ্চনপুর ইউনিয়নের একটি জনপ্রিয় মাজার
শরিফ এই মাজার শরিফটির নামে যে কোন লোক যে কোন নিয়ত করে তা আল্লাহ ফাক মঞ্জুর করেন। তাহার নিয়ত হাছিল করে দেন। এবং এই মাজার শরিফটির নামে বহু গরু মইশ ছাগল ও অনেক কিছু মানুশ নিয়ে আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস