লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের ১০০গজ পশ্চিম গড়ে উঠে চৌধুরী বাড়ী ঐতিহ্য সেই কালূ চৌধুরী উত্তরাত্তর হিসাবে পরিচিত । এই বাড়ির বংশধরগন নিজেদের ভুলুয়া জমিদার রাজধর্ম প্রসহ্ণ কল্যাণ কালূ চৌধুরীর বংশধর বলে দাবী করে । ভুলুয়া রাজা রুদ্র মানিক্যের স্ত্রী রাণী শশীমুখী নর নারায়ণ নামক জনৈক ব্রাক্ষ্ণণ কর্মচারীর সাহায্যে জমিদারী পরিচালনা করতেন । অল্প সময়ের মধ্যে নর নারায়ণ রাণীর কৃপায় দেওয়ান পদে উন্নীত হন । এ সময় থেকে কর্মচারীরা বাদশার নিকট থেকে জমিদারীর বিভিন্ন অংশ বন্দোবস্ত নিয়ে থাকে । এদের মধ্যে, কবি কীর্তি নারায়ণ চৌধুরী বন্দোবন্ত নেন । অর্থাৎ চৌধুরী বাড়ীর অধিবাসীরা ভুলুয়া জমিদারের বংশধর নয় বরং রাজকর্মচারী যারা পরে জমিদারী খরিদ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস