লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিনের ৫নং ওয়ার্ড পশ্চিম বিঘা গ্রামের ঐতিয্য বাহী এই মাজার শরীফটি এই মাজারটি কখন হয় তা এখনও কেই বলিতে পারেনা। তবে তথ্য সুত্রে বিশ্লেষনে আমরা জানতে পারিলািম সৈয়দ আহম্মদ তন্নবী ওরপে শাহমিরান (রহঃ) এর বার জন সঙ্গী শিষ্যনিয়ে তৎকালিন বাঙ্গালীর উদ্দেশ্য প্রচান মিশন নিয়ে ১২৮৫ খ্রীষ্টাব্দে এদেশে আসেন। ঐতিহাসিক ভাবে প্রমানিত সৈয়দ আহম্মদ তন্নবী ওরপে শাহমিরান (রহঃ) হযরত আলী রাঃ এর বংশধর তার বংশ ধারার বর্ননাটি নিম্মে দেওয়া হইল।
১। আমিরুলে মুমেনিন হযরত আলী রাঃ
২। আমিরুলে মুমেনিন হযরত ইমাম হাসান রাঃ
৩। সৈয়দ হাসান আল মাসনা রহঃ
৪। সৈয়দ আব্দুল আল মাহাজ রহঃ
৫। সৈয়দ মুসা আল জওন রহঃ
৬। সৈয়দ আব্দুলাহ সানী রহঃ
৭। সৈয়দ মুমা মানী রহঃ
৮। সৈয়দ দাউদ রহঃ
৯। সৈয়দ ইয়াহিয়া আল যায়েদ রহঃ
১০। সৈয়দ আবি আব্দুল্যাহ রহঃ
১১। সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গী রহঃ
১২। সৈয়দ আব্দুল কাদের জিলানী রহঃ
১৩। সৈয়দ আজাল্লাহ শাহ রহঃ
১৪। সৈয়দ আহম্মদ তন্নবী ওরপে শাহমিরান রহঃ বড় ভাই
১৫। সৈয়দ আব্দুল কুদ্দুস ওরপে শাহমুখদুম রুপেম রহ মেজ ভাই
১৬। সৈয়দ মনির রহ ছোট ভাই
১৭। সৈয়দা ছালেহা মঞ্জুমা বিবি রহঃ ভগ্নিি
এই মাজার শরীফটি সৈয়দ আহম্মদ তন্নবী ওরপে শাহমিরান রহঃ মুদুর বাগদাদ থেকে এই বাংলাদেশে ইসলাম প্রচারের মিশন নিয়ে এসেছিলেন তন্নবী হযরত শাহমিরান রহঃ অন্যতম তারা বাগদাদ থেকে দিল্লী হয়ে পশ্চিম বাংলার মালদহ জেলার পান্ডুয়ায় আসেন সেখান থেকে প্রথামে নোয়াখালী জেলার বর্তমানে এটি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর দরগাবাড়ীর জমিনে আস্তানা বা খানকা স্থাপন করেন। এখানেই তার মাজার রয়েছে শাহমিরান রহঃ মাজারের ডানে ও বামে মাজার রয়েছেন প্রতি বছর বাংলা অগ্রাহয়ন মাসের ১১তারিখে শাহমিরান রহঃ ঔরশ শরীফ অনুষ্ঠিত হয় এবং এখানে বিভিন্ন জায়গা হতে হাজার হাজার লোক আসেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস