Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লক্ষ্মীপুরে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিস্তারিত

আজ ১১ নভেম্বর ২০১৩ খ্রি: তারিখ সারাদেশে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। ‍“জনগণের দোরগোড়ায় সেবা” এ স্লোগানকে সামনে রেখে ২০১০ সালের ১১ নভেম্বরে ইউআইএসসি যাত্রা শুরু করে। ঐ দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি মুকড়িতে অবস্থানরত নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ইউএনডিপি’র প্রশাসক মিস হেলেন ক্লার্ক এর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশের সকল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) এর উদ্বোধন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি সকাল ১০.০০ ঘটিকায় সদর উপজেলা পরিষদ মিলনায়তন হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনাবমোহাম্মদফারুকহোসেন, অতিরিক্তজেলাপ্রশাসক(সার্বিক), লক্ষ্মীপুর এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. কে. এম. মিজানুর রহমান, মাননীয় জেলা প্রশাসক, লক্ষ্মীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: মতিউর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বেগম ফরিদা ইয়াসমিন লিকা। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব ও ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সহকারী প্রোগ্রামার জনাব মো: মাকসুদুর রহমান। এরপর ইউআইএসসি সংক্রান্ত একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন দত্তপাড়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা শাহীদুল ইসলাম এবং চরশাহী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মিজানুর রহমান সোহাগ। আরো বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জনাব আবদুল্লাহ আল মামুন এবং উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর জনাব এ. বি. এম মাসুদুল আলম। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মতিউর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বেগম ফরিদা ইয়াসমিন লিকা সাধারণ জনগণের উপকারে ইউআইএসসি’র অবদানের কথা তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জেলা প্রশাসক জনাব এ. কে. এম. মিজানুর রহমান ইউআইএসসির সূচনালগ্ন এবং এর সাফল্যগাঁথা তুলে ধরেন। ইউআইএসসি এর সাফল্যের পিছনে অবদান রাখার জন্য জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব এবং উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি বলেন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের অগ্রগতি অসামান্য এবং জনগণ ইতোমধ্যে এর সুফল পেতে শুরু করেছে। এখন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র শুধু একটি নাম নয় বরং সেবা প্রদানকারী একটি অপরিহার্য প্রতিষ্ঠান। বাংলাদেশ ইতোমধ্যে 3G এরজগতেপ্রবেশকরেছে।ভিশন ২০২১ তথা ক্ষুধা ও দারিদ্রমুক্ত, সুখী-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং এ যাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন অচিরেই সরকারী অফিস পেপারলেস অফিস হবে।

ছবি
ডাউনলোড